প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৫:১৮ এ.এম
মাধবপুরে আ’লীগ নেতা মোহাম্মদ আলী গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও ভাংচুরের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৮ টায় মাধবপুর থানার এসআই শাহনূর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার মনতলা বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেন।
সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হরিপ্রাসাদপুর গ্রামের তমিজ উদ্দিন এর পুত্র ও বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগষ্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা ও ভাংচুর এর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ধৃত আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত