স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ সদর মডেল থানাধীন শ্মশানঘাট রোড মাদকবিরোধী অভিযান পরিচালনানকরে ০৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ ডিএনসি।
বৃহস্পতিবার ১১ জুলাই ২১:০০ ঘটিকা হতে ২২:০০ ঘটিকা পর্যন্ত হবিগঞ্জ জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় এর উপ-পরিদর্শক মীরারানী দেবী কর্তৃক গঠিত রেইডিং টিম হবিগঞ্জ সদর মডেল থানাধীন শ্মশানঘাট রোডস্থ রাস্তার উত্তর পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সম্মুখে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৮ কেজি গাঁজাসহ মোঃ কাউছার মিয়া (৩৩), নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গনকিরপাড় গ্রামের মৃত মোঃ হাছন আলীর ছেলে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
দ.ক.সিআর.২৫