প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৬:২২ এ.এম
বিশ্ব জনসংখ্যা দিবস
প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিনটি জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়।
১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটিতে পৌঁছালে জাতিসংঘ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দিবসটি ঘোষণা করে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিরও বেশি। অতিরিক্ত জনসংখ্যা শুধু খাদ্য, পানি, বাসস্থান এবং কর্মসংস্থানের ওপর নয়, বরং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ওপরও ব্যাপক চাপ সৃষ্টি করছে। উন্নয়নশীল দেশগুলোতে এই চাপ আরও প্রকট, যেখানে সীমিত সম্পদের মধ্যে অধিক জনগণ টিকে থাকার লড়াই করছে। এই দিবসে বিভিন্ন দেশে সরকার, বেসরকারি সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে। পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নকে উৎসাহিত করা হয়।
জনসংখ্যা যে কোনো দেশের জন্য সম্পদ হতে পারে, যদি তা দক্ষতা ও সঠিক নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রণ ও পরিচালিত হয়। তাই জনসংখ্যাকে বোঝা নয়, বরং পরিকল্পনার মাধ্যমে সম্ভাবনায় পরিণত করাই হোক বিশ্ব জনসংখ্যা দিবসের মূল বার্তা।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত