প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৯:২৮ এ.এম
মাধবপুরে হত্যা-ডাকাতিসহ ৮ মামলার পলাতক আসামী গ্রেপ্তার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে আব্দুস সাত্তার (৪৫) নামে হত্যা ও ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের সহায়তায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আওলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তার মিয়াকে গ্রেফতার করেন। সে মাধবপুরের চৌমুহনী ইউনিয়নে'র বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আব্দুস সাত্তার গত ২৭ এপ্রিল বিষ্ণুপুর গ্রামে কুম্ভমেলায় সংগঠিত হোসেন আলী হত্যা মামলার দুই নাম্বার এজাহার ভুক্ত আসামি।
এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি সহ আটটি মামলা রয়েছে।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত