প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৪:২৯ পি.এম
মোবাইল হ্যাকিং: আধুনিক যুগের এক ভয়াবহ হুমকি
তানভীর আহমদ রাহী
বর্তমান যুগে মোবাইল ফোন মানুষের নিত্যদিনের সঙ্গী। ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব, আর সেই কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো অ্যাপগুলোর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
এসব অ্যাপের মাধ্যমে মানুষ মুহূর্তেই খবরাখবর নিতে পারছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে এই সুবিধাগুলো এখন হুমকির মুখে পড়েছে। প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং অ্যাপ হ্যাকিংয়ের শিকার হচ্ছে, ফলে ব্যবহারকারীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। হ্যাকাররা অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে, ব্যক্তিগত তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছে। এমনকি অনেক ক্ষেত্রে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ব্যবহারকারীদের। এর ফলে অনেকেই মানসিক চাপে ভুগছেন, এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে বাধ্য হবে। তাই দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হ্যাকারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা, যাতে মানুষ সহজে প্রতারণার শিকার না হয়। আমাদের সকলেরই উচিত অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং সন্দেহজনক লিংক বা বার্তা সম্পর্কে সতর্ক থাকা। সাইবার নিরাপত্তা নিশ্চিত হোক, নিরাপদ থাকুক আমাদের ডিজিটাল জীবন।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত