প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৪:০৬ এ.এম
মাধবপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজিম উদ্দিন ওরফে জামিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ মে) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) ফাঁড়ির এস.আই জয়পাল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমোহনা এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরের দক্ষিণ পাশে দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে দেড় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোঃ নাজিম উদ্দিন ওরফে জামিল (২৭) নামে এক পেশাদার মাদক কারবারি যুবক কে গ্রেপ্তার করে। সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে'র নোয়াগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত