প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ১:৫৯ পি.এম
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মুল্লুক চলো দিবস পালন
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মুল্লুক চলো দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ এ কন্দ। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, চা শ্রমিক নেতা শুভাস রবিদাশ, সুমন তাঁতী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯২১ সালের ২০ মে চা জনগোষ্ঠীর সদস্যরা সিলেট থেকে পায়ে হেটে চাঁদপুরের মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা বাহিনীর সৈনিকরা নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। এই ঘটনার ১০৪ বছর পেড়িয়ে গেছে। এখনো চা শ্রমিকদের মৌলিক অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় নি। সভা থেকে চা শ্রমিক নেতারা এই দিসবটিকে চা রাষ্টীয়ভাবে পালনের জন্য চা শ্রমিক দিবস হিসেবে ঘোষনা করার জন্য সরকারের কাছে দাবী জানান।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত