প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৫, ২:৩৮ পি.এম
মাধবপুরে ১০ কেজি গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ১
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ১০ কেজি গাঁজা সহ মিজানুর রহমান (৬৫) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১৮ মে) রাতে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানে'র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মিস্তিবাড়ী মোড় ধর্মঘর - তেমুনিয়ার আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। সে ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে।
মাধবপুর থানার ওসি মো: আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত