➖
কালনেত্র ডেস্ক◾
হবিগঞ্জে এবার বৈশাখ মাস শেষ হওয়ার আগেই হাওরের বোরো ধান কাটা শতভাগ শেষ হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কৃষি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। তবে নন হাওরে বিচ্ছিন্ন কিছু জমির ধান কাটা বাকি রয়েছে। এসব জমির ধান দুই তিনদিনের মধ্যে কর্তন সম্পন্ন হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে বৈশাখের প্রথম দিকে আবহাওয়ার আগাম বার্তায় মাঠ ভরা সোনার ধান নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিলেও শেষ পর্যন্ত প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটনায় ভালোয় ভালোয় ধান কাটতে পেরে স্বস্তির নি:শ্বাস নিচ্ছেন কৃষকরা। সেই সঙ্গে কষ্টার্জিত ফসলে গোলা ভরছে। সেই আনন্দে হাসছে কৃষক পরিবার। বড় বড় কৃষক পরিবার এখনও ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছোট ও মাঝারি আকারের কৃষক পরিবারের বোরোর ব্যস্ততা কমেছে। এরমধ্যেই তারা তাদের ক্ষেতের পাকা ফসল ঘরে তুলতে পেরে আনন্দে হাসছেন। এবার ফসলের ফলন ভালো হওয়ায় আর নিরাপদে ঘরে ধান তুলতে পারে খুশি কৃষক। এদিকে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, এবছর হবিগঞ্জের ছোট বড় ১৫টি হাওরে ২০ হাজার ৪শ’ হেক্টর জমিনে বোরো আবাদ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ২৮ হাজার ৪৬৭ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আরও জানা যায়, হবিগঞ্জের ছোট বড় সব ক’টি হাওরের শতভাগ ধান কাটার কাজ শেষ। শুধু কিছু কিছু এলাকায় বাড়ির পাশের বিচ্ছিন্ন কিছু জমির ধান ১ শতাংশের মতো কাটা বাকি রয়েছে। আশা করছি এক দুইদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
এবার বাস্পার ফলনে খুশি কৃষক পরিবার। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত সময়ের মধ্যে ধান গোলায় তুলছেন কৃষকরা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে প্রত্যাশা কৃষি অধিদপ্তরের।
দ.ক.সিআর.২৫