প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৮:৪১ এ.এম
মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে দুই ডাকাত আটক
নাহিদ মিয়া, মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাইনিজ কুড়াল সহ দুই ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (৪ মে) রাত সাড়ে ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেন।
আটককৃত ব্যক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিব জয় নগর গ্রামের চান্দু মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (২৩) ও হরিতলা গ্রামের শফিক মিয়ার পুত্র শিমুল মিয়া (১৯)।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় ডাকাতি ও হত্যাচেষ্টা মামলা আছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত