প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ২:৫২ পি.এম
মাধবপুরে গাভী পালনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দক্ষতা উন্নয়ন ( গাভী পালন) রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়।
উপজেলা সমবায় অফিসার মো: ইসমাইল তালুকদার রাহি'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমূখ।
উক্ত প্রশিক্ষণ কোর্সে ৮ নং বুল্লা, ২ নং চৌমুহনী ও ১ নং ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা তোফায়েল আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত