➖
আসাদ ঠাকুর, কালনেত্র
অভিনয় শিল্পী সংঘ নির্বাচন- ২০২৫-২৮ এ নেতা নির্বাচনে যোগ্য নেতৃত্বের মূল্যায়ন হোক।
যিনি অভিনয় শিল্পীসংঘ সহ নাট্যশিল্পীদের বাস্তব সমস্যাগুলোর সমাধান করবেন এবং নির্বাচিত নেতাগন প্রতিশ্রুতির বাইরে এসেও কার্যকর পদক্ষেপ নিবেন; তাহলেই সামাজিক ও অর্থনৈতিকভাবে পেশাগত অবস্থান আরও সুসংহত হবে।
শিল্পী হওয়ার এ যাত্রা সাধনার, এ যাত্রা অনুপ্রেরণার, এ যাত্রা সিনা টান টান করে হাঁটার, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবার, অন্যায়ে প্রশ্ন করবার, অধিকার আদায় করবার এবং এ যাত্রা মর্যাদা রক্ষা করবার ।
প্রকৃত শিল্পীই তো দার্শনিক, যে ভবিষ্যত দেখে, অন্যকে দেখায়- একসাথে পথচলার শক্তি যোগায়।
আজাদ আবুল কালাম (পাভেল) সেই অফুরন্ত প্রাণশক্তির সমাহার। যিনি নীলকন্ঠ হয়ে সমগ্রকে ধারণ করেন। এবং আত্ম প্রচার বিমুখ; নিরহংকার একজন মানুষ আজাদ আবুল কালাম। আমাদের সকলের প্রিয় পাভেল ভাই। যিনি নিজেই একটি প্রতিষ্ঠান। অসাধারণ একজন মানুষ, একজন গুনী অভিনেতা।
আসন্ন অভিনয় শিল্পী সংঘ নির্বাচনে (২০২৫-২৮) তিনি সভাপতি পদপ্রার্থী, সকলের সমর্থন প্রত্যাশী।
অভিনয় শিল্পী সংঘের জয় হোক
দ.ক.সিআর.২৫