➖
কালনেত্র প্রতিনিধি
বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশের দায়ে বিএসএফ টহল কর্তৃক আটক করা হয়েছিল। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট আজ হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ বাল্লা বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার- ১৯৬৪/৩এস হতে আনুমানিক এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে, স্ট্যানলি নামক স্থান হতে ০৬ এপ্রিল শনিবার ভোর ৫:-০০ ঘটিকার সময় বাংলাদেশি দুই নাগরিক (১) সুজন দেবনাথ(২৮) পিতা- জিতেন্দ্র দেবনাথ (২) কৃষ্ণা রানীপাল(৩০) স্বামী-সুজন দেবনাথ উভয়ের ঠিকানা গ্রাম- জগৎপুর, পোস্ট-শায়েস্তাগঞ্জ, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ অবৈধভাবে ভারতে গমনকালে ১০৪/স্টেনলি বিএসএফ এর টহলদল কর্তৃক আটক করা হয়।
পরবর্তীতে অদ্য ০৬ এপ্রিল ২০২৫ তারিখ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার- ১৯৬৪/৪এস এর নিকট বাল্লা নামক স্থানে বিএসএফ এর আহবানে ৫৫/বাল্লা বিওপি বিওপি কমান্ডার জেসিও-৮৯৫১ সুবেদার মোঃ সুলতান এর সাথে ০৬ জন এবং প্রতিপক্ষ ১০৪/স্টেনলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এএসআই কুন্দান কুমার এর সাথে ০৫ জনের উপস্থিতিতে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আটককৃত বাংলাদেশি নাগরিক বিএসএফ কর্তৃক বিজিবি'র নিকট হস্তান্তর করেছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি গত ০৫ এপ্রিল ২০২৫ তারিখে আনুমানিক ১১:৩০ ঘটিকায় বাল্লা আইসিপি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। আটকৃত ব্যক্তি ২জনকে চুনারুঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান।
তথ্য সহযোগীতায়- নাঃ জাহাঙ্গীর ৫৫/বাল্লা বিওপি।
দ.ক.সিআর.২৫