কালনেত্র প্রতিবেদন
গত বছর ঘরগাও গ্রামে কোরআনের হাফেজদের সম্মাননা জানিয়ে এক অনন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায়, এবার ওরা ঈদুল ফিতরের দিন সম্মানিত ইমাম ও মাওলানা সাহেবদের সংবর্ধনা প্রদান করতে যাচ্ছে।
ইসলামের সুমহান শিক্ষা প্রচার ও প্রসারে ইমাম ও মাওলানা সাহেবদের ভূমিকা অনস্বীকার্য। ধর্মীয় শিক্ষার প্রচার, সমাজের নৈতিক উন্নয়ন, এবং মানুষের কল্যাণে তাঁদের অবদান আমাদের জন্য গর্বের বিষয়। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
একই দিনে প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে গ্রামের অন্যান্য ক্যাটাগরির সংবর্ধনা দেওয়ার ব্যপারে আলোচনা হবে।
আপনার সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতি আমাদের এই উদ্যোগকে সফল করে তুলবে। আসুন, সম্মানিত ব্যক্তিদের যথাযোগ্য মর্যাদায় সংবর্ধনা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি।
দ.ক.সিআর.২৫