➖
দেশের ঐতিহ্যবাহী পত্রিকা গণমানুষের সাপ্তাহিক “একতা”র বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আজ ১৬ মার্চ ২০২৫ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে।
আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।
সাপ্তাহিক একতার পক্ষে রীট মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী। এর আগে একই ইস্যুতে এই বেঞ্চ সরকারের উপর রুল জারি করে।
উল্লেখ্য, শুধুমাত্র রাজনৈতিকহীন উদ্দেশ্যে প্রণোদিত হয়ে বিগত আওয়ামী সরকার ‘সাপ্তাহিক একতা’র প্রকাশনা অধিকার খর্ব করে। আজ হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে সাপ্তাহিক একতা তার অধিকার ফিরে পেলো।
লুনা নূর, সদস্য, কেন্দ্রীয় কমিটি
দ.ক.সিআর.২৫