➖
মোহাম্মদ খালিদ হাসান, ঘরগাও
গ্রাম সুন্দর হলে সমাজ সুন্দর হয়, সমাজ সুন্দর হলে দেশ শান্তিদায়ক হয়। আর শান্তির দেশকে নৈঃস্বর্গীক স্বর্গ বলে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়ন পরিষদের পাশেই ঘরগাও গ্রামটির অস্থিত্ব ও অবস্থান।
গ্রামের শুরুতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক নান্দনিক মসজিদ, "বাইতুস সালাম জামে মসজিদ"। এই মসজিদটি নামাজ আদায়ের পাশাপাশি গ্রামের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। মসজিদের ঠিক পাশেই রয়েছে এক বিশাল খেলার মাঠ, যেখানে গ্রামের শিশু-কিশোর থেকে শুরু করে যুবক-বৃদ্ধ সবাই শরীরচর্চা ও খেলাধুলায় মেতে ওঠেন। পাশেই এক শান্ত, নির্মল পুকুর, যেখানে মানুষ অজু গোসল করে নির্মল প্রশান্তি খুঁজে পায়। এবং পুকুরের পাশেই রয়েছে একটি মাজার।
মসজিদ পেরিয়ে একটু এগোলেই চোখে পড়বে "কাজিরখিল বাজার"। এটি শুধু কেনাবেচার স্থান নয়, বরং গ্রামের প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যা জমে ওঠে নানা পণ্য আর মানুষের আড্ডা। গ্রামের কৃষকেরা তাদের ফসল নিয়ে আসে, ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনে, আর গল্পগুজবে মুখর হয়ে ওঠে বাজারের প্রতিটি কোণা।
প্রকৃতি, ঐতিহ্য আর সরল জীবনযাত্রার এক অপূর্ব মিলনস্থল ঘরগাঁও গ্রাম। এখানের প্রতিটি সকাল ও সন্ধ্যা হয় আজানের সুমধুর ধ্বনিতে । ঘরগাও গ্রামের অস্থিত্বে এখনো বাংলার প্রকৃত সৌন্দর্য লেপ্টে আছে।
দ.ক.সিআর.২৫