➖
কালনেত্র প্রতিবেদন
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। এনআইডির মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর জানিয়েছেন, অনেক নাগরিকের আবেদনপত্রে তাদের ডাকনাম অন্তর্ভুক্ত না থাকায় শনাক্তকরণে সমস্যা হচ্ছে। এ কারণে ভোটার নিবন্ধন ফরমে ডাকনাম যুক্ত করার প্রক্রিয়া শুরু করার চিন্তা করা হচ্ছে। এছাড়া, একাধিক স্ত্রীর নাম অন্তর্ভুক্তির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দ্বিতীয় স্ত্রীর নাম যুক্ত করা যায়।
বর্তমানে, জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একাধিক স্ত্রীর নাম যুক্ত করার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা শিগগিরই জানানো হবে।
দ.ক.সিআর.২৪