➖
কালনেত্র প্রতিবেদক
মৌসুমি ফলের আরেক নাম তরমুজ। সুস্বাদু, রসালো ফল খেতে কার না মন চায়। সাধারণত এপ্রিল-মে মাস জুড়ে চলে তরমুজের ভরা মৌসুম। ইতিমধ্যেই হবিগঞ্জের বিভিন্ন হাট বাজারে ফল ব্যবসায়ীরা তরমুজের পরশা সাজিয়ে বসেছে। হাক ডাঁক বাড়ছে তরমুজ কেনা বেচায়। তরমুজ বিক্রি হচ্ছে এখন চড়া দামে।
রমজানের সময় ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ সবার কাছেই পছন্দের। ইফতারে খাদ্য তালিকায় অন্যান্য ইফতারির সাথে মুখরোচক ফল তরমুজ সবাই রাখতে চান। তাই রমজানে কদর বেড়েছে তরমুজের। সব মিলে রমজানের প্রারম্ভেই চুনারুঘাট, মাধবপুর, বাহুবল সহ হবিগঞ্জের বিভিন্ন হাট-বাজারে তরমুজ ওঠা শুরু করেছে।
ইফতার পূর্বমুহূর্তে হাঁকডাক করে বেচাকেনা করছে বিক্রেতারা।
হাট-বাজারগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। বিক্রেতা হামিদ জানান, বর্তমানে বাজারে যে তরমুজ বিক্রি হচ্ছে, তা আকারে ছোট ও মাঝারি। এগুলো ওজনে ৩-৪ কেজির মত। শায়েস্তাগঞ্জ বাজারের তরমুজ বিক্রেতা মজনু, মানিক, ভুট্ট, আলম জানিয়েছেন, এখনও তরমুজের বাজার জমে ওঠেনি। অল্প সময়ের মধ্যে তরমুজের আমদানি আরও বাড়বে।
জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমনটাই জানা গেছে। তবে রমজানে তরমুজের দোকানে অপেক্ষাকৃত ভিড় বেশি। দরদাম করে তরমুজ নিয়েই ঘরে ফিরছেন ক্রেতারা।
দ.ক.সিআর.২৫