➖
কালনেত্র প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির (৭১) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামের বাসিন্দা।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কবির ক্যাপ্টেন এজাজ সাহেবের অধীনে হবিগঞ্জের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশগ্রহন করেন। তিনি একজন গেরিলাযোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখেন। মহান এই মুক্তিযোদ্ধা একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসাবেও অধিক সমাধৃত। যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত এই দেশ ও সমাজকে আলোকিত করতে নিজের উপার্জিত অর্থ-সম্পত্তি দিয়ে প্রতিষ্ঠা করেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ, তাছাড়া বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন তিনি। এই মানুষটি জীবনের প্রতিটি পরতে পরতে নিজেকে বিলিয়ে দিয়েছেন মানবের তরে– জীবদ্দশায় তিনি চিরকুমার ছিলেন।
তিনি শায়েস্তাগঞ্জ জহুর চানবিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, হবিগঞ্জের কবির কলেজিয়েট একাডেমির ফাউন্ডার ও বহু মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দানবীর এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৩ মার্চ) সকালে মারা যান।
আজ ৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে মরহুমের জানাজার নামাজ শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় এই সূর্য সন্তানেকে।
আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
দ.ক.সিআর.২৫