➖
কালনেত্র ডেস্ক◾
বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলের চলমান আসরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বে খেলা নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানের ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই জয়ে ঢাকা ক্যাপিটালসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজশাহী।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে আগে ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী। যেখানে ইয়াসির আলী রাব্বির ফিফটিতে ভর করে ১৭০ রানের বড় সংগ্রহ পায় তারা। রান তাড়া করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্সের ইনিংস। টানা ৮ ম্যাচ জয়ের পর চলতি টুর্নামেন্টে প্রথম পরাজয় বরণ করল গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা।
এই হারের পরও ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে থেকে ইতোমধ্যেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। অপর দিকে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো রাজশাহী।
রংপুরের অধিনায়ক নুরুল হাসানকে ১৭তম ওভারের শেষ বলে শিকার করে রাজশাহীকে জয়ের স্বপ্ন দেখান লেগ স্পিনার বার্ল।
শেষ পর্যন্ত বার্লের ঘূর্ণিতে পড়ে বিপিএলে প্রথম হার বরণ করে রংপুর। ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয় তারা।
৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা হন বার্ল।
দ.ক.ক্রিকেট.২৫