➖
কালনেত্র প্রতিবেদক◾
চুনারুঘাট উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ২০১৮ সালের অক্টোবর মাস হতে উক্ত প্রকল্প চুনারুঘাট উপজেলায় চলমান আছে। এ সময়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সেবা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
এ জন্য প্রকল্প সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও বিজ্ঞান শিক্ষকসহ সকল অংশিজনদের ধন্যবাদ জ্ঞাপন করেছে সেবা বাংলাদেশ এনজিও প্রতিষ্ঠান। সেই সাথে চলমান কার্যক্রমে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সেবা'র সুপারিশ সমূহ:
(১) মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার প্রসার ও উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হোক।
(২) জেলা/উপজেলার সকল বিদ্যালয়ে/মাদ্রাসায় বিজ্ঞান ক্লাব অত্যাবশ্যক এবং স্কুল পর্যায়ে বাৎসরিক বিজ্ঞান মেলা নিয়মিত করা হোক এবং এজন্য বরাদ্দ দেওয়া হোক।
(৩) সকল প্রতিষ্ঠানে ল্যাবরেটরি ও সহায়ক শিক্ষকের জন্য বিশেষ বরাদ্দসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে বরাদ্দ আরও বৃদ্ধি করা হোক।
(৪) ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের ন্যায় ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক ক্লাস রাখা হোক।
(৫) আন্তঃশ্রেণি ভিত্তিক বিজ্ঞান কুইজ, বিতর্ক, দেয়ালিকা, উপস্থিত বক্তৃতা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা যাতে শিক্ষার্থীরা উপজেলা, জেলা পর্যায়ে সতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে পারে।
(৬) সকল বিদ্যালয়ে/মাদ্রাসায় বিজ্ঞানের ব্যবহারিক ক্লাস বাধ্যতামূলক করা হোক।
আমাদের প্রত্যাশা- অদম্য মনোবল নিয়ে বহুদূর এগিয়ে যাবে সেবা। বিজ্ঞানের আলোয় আলোকিত হবে আগামীর প্রতিটি পথচলা। অফুরন্ত দোয়া এবং ভালোবাসা রইলো।
দ.ক.সেবা.২৫