➖
কালনেত্র ডেস্ক◾
আখারী মোনাজাতের মধ্যদিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ হয়েছে ৩দিন ব্যাপী হযরত নাসিরউদ্দিন সিপাহ্শালার (মদনী) (র.) পূর্ব-পশ্চিমে রওজা, হযরত সৈয়দ শাহ্ ইসরাইল ওরফে শাহ্ বন্দেগী (র.) হযরত সৈয়দ শাহ্ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (র.)সহ ১২০ আউলিয়ার পূণ্যস্থান হবিগঞ্জের চুনারুঘাট মুড়ারবন্দ দরবার শরীফের ৭০৪তম বাৎসরিক ওরশ।
সিলেটের হযরত শাহজালাল (রঃ)এর প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী সিপাহশালা হযরত সৈয়দ নাসিরউদ্দিন (রঃ) এখানে শায়িত রয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উক্ত ওরসে অংশগ্রহন করেন।
আখেরী মোনাজাতের পূর্বে মিলাদে মোস্তুফা পাঠ করেন দরবার শরীফ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ নিয়ামত উল্ল্যাহ। কিয়ামে মোস্তুফা পাঠ করেন ফতেহগাজী দরবার শরীফের খাদেম শাহজাহান শাহ।
আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফ কমিটির মোতাওয়াল্লী সফিক আহমদ চিশতী (সফি)। মোনাজাতে বিশ্বের সকল উম্মাহর জন্য দোয়া করা হয়।
দ.ক.সিআর.২৫