➖
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট সংবাদদাতা◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতি বছর বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে সরকারি বই তুলে দেওয়া হলেও ২০২৫ সালের চলতি নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিক বিদ্যালয়ের ঘাটতি নিয়ে শুরু হলেও চতুর্থ শ্রেনী থেকে দশম শ্রেণি পর্যন্ত শূন্য হাতে বই উৎসব শেষে ক্লাস শুরু হতে যাচ্ছে।
এখনও এ উপজেলায় প্রাথমিক পর্যায়ে শিশু শ্রেনি থেকে তৃতীয় শ্রেনির বই পেলেও চতুর্থ পঞ্চম শ্রেনির বই পৌঁছায় নি।এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে রয়েছে বইয়ের শূন্য অবস্থা। তবে কর্তৃপক্ষ আশা করছে প্রথম সপ্তাহে বই পৌঁছে যাবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমিন সুলতানা বলেন,প্রাথমিকে শিশু থেকে তৃতীয় শ্রেনির বই পৌঁছেছে।কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেনির বই আসেনি।এ উপজেলায় ১৭০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এ বছর বইয়ের চাহিদা রয়েছে ২ লাখ ৮১ হাজার ৪০০টি।পৌঁছেছে শিশু থেকে তৃতীয় শ্রেনির ১ লক্ষ ৬২ হাজার ৪৭৫ টি বই।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ বই এসেছে প্রাথমিকে। বাকি বইগুলো দু’এক সপ্তাহের মধ্যে চলে আসবে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা বলেন,এ উপজেলায় অনমুতিত মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩০টি ও মাদরাসা ১৮টি।এবং প্রাইভেটে রযেছি ৩৫টি।এই পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪ লাখ ৩০/৩৫ হাজার বইয়ের চাহিদা রয়েছে। চাহিদার একটি বইও এসে পৌঁছায় নি।
বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় এ উপজেলার স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হওযার কথা থাকলেও এবার তা হচ্ছে না বলে জানান নাজমিন সুলতানা।
খোঁজ নিয়ে দেখা যায় বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষকগণ ব্যানার ও ভর্তি বিজ্ঞাপ্তী দিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করলেও তারা জানেনই না বই উৎসব বাতিলের এ খবর।
এফএম মায়া, চুনারুঘাট (হবিগঞ্জ)
Mob: 01728408684
দ.ক.সিআর.২৪