➖
কালনেত্র প্রতিনিধি◾
ভারতীয় নাগরিকের গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মারুফ মিয়া।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
হাফিজুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এসের ভারতের আনুমানিক ৬০ গজ ভেতরে খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে মারুফ মিয়াসহ কয়েকজন। এসময় কয়েকজন খাসিয়া নাগরিকের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে একজন খাসিয়া নাগরিক বন্দুক দিয়ে মারুফকে লক্ষ্য করে গুলি চালান।
পরে আহত মারুফকে তার সঙ্গীরা বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন এবং পরিবার তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।
৪৮ বিজিবির অধিনায়ক আরও জানান, খবর পেয়েই ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহল দল বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানিয়েছে।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এবং প্রতিবাদলিপি পাঠায়। প্রতিবাদলিপিতে অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।
দ.ক.সিআর.২৪