➖
চুনারুঘাট প্রতিনিধি◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমানের বিরুদ্ধে শিশুছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রের চাচা আমির মিয়া।
অভিযোগ সূত্রে জানাযায়, কালেঙ্গা লাল কেয়ার কাশটিলার অধিবাসী মোঃ নজির মিয়া একজন প্রবাসী। তার শিশুপুত্র ইজহান ইসলাম রিফাত কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। বাবার অবর্তমানে তার চাচা আমির মিয়া দেখা শুনার দ্বায়িত্ব পালন করে আসছেন। রিফাত একদিন ক্লাসে পড়া না পাড়ার কারনে শিক্ষক লুৎফুর রহমান ইচ্ছামত পিঠাইছেন যে কারনে ছেলেটি এখন অসুস্থ্য। স্কুলের অন্য ছাত্র/ছাত্রীরা তাকে সহযোগিতা করে বাড়িতে পৌছাইয়া দেয় এবং স্কুলের বিষয়ে অবগত করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা করানোর পর এলাকায় জানাজানি হলে ছাত্রের অভিবাবক থানায় অভিযোগ দায়ের করেন।
এ নিয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের অভিবাবকদের মধ্য আতংক বিরাজ করছে। সরকারি নিয়মে বেত ব্যবহার নিষেধ হলেও তিনি সরকারি নিয়ম কানুন না মেনে নিজের হিংস্রতার বহির্প্রকাশ ঘটান।
অভিবাবক আমির মিয়া জানান, আমি থানায় অভিযোগ দিয়েছি যাতে আমার ভাতিজার মতো অন্যকেও এমন বর্বরতার শিকার না হয়।
দ.ক.সিআর.২৪