➖
মোঃশফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধান◾
রংপুরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হল জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা। যারা ১৫ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল তারা এখন নেই, তার কারণ হলো তারা জনগণের আস্থা বিশ্বাস ভালবাসা হারিয়েছে। যার কারনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে রংপুর ও বরিশালে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে মিলে সরকার গঠন করলে সবাই সবার অধিকারের কথা বলতে পারবে। গণতন্ত্র আরো মজবুত হবে। তিনি আরো বলেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে, এটি ধরে রাখতে সবাইকে চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে কোনভাবে কোন্দলে জড়ানো যাবে না। এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিগত সময়ের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে।রংপুরে শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে শুরু হয় এই কর্মশালা। এই কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর ও বরিশাল এর নেতাকর্মীদের মুক্ত আলোচনায় কথা মনোযোগসহকারে শোনেন এবং বিভিন্ন দিকনির্দেশনামুলক আলোচনা করেন।কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মওদুদ হোসেন আলমগীর।তিনি ৩১ দফা দাবি বিস্তারিত নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন। এসময় বিভাগীয় কর্মশালায় বিএনপির নেত্রী সংগীত শিল্পী বেবি নাজনীনসহ বিএনপি'র রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৪