➖
মীর জুবাইর আলম, চুনারুঘাট◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বিদ্যুৎতের ট্রান্সফরমার চুরি হওয়ায় কয়েশত পল্লী বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
স্হানীয় সূত্রে জানাযায় গতকাল রাতে বিদ্যুৎতের খুঁটি থেকে ট্রান্সফর্মার খুলে ড্রামটি রেখে তামার তার এবং তেল চুরি করে নিয়ে যায়। এতে জারুলিয়া ও গজারিপাড় মিলে দুইটি গ্রামের কয়েশত পল্লী বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে।
স্হানীয় লোকজন বলেন এখনসহ ৩য় বারের মত একই খুঁটি হতে বিদ্যুৎতের ট্রন্সফর্মার চুরি হয়েছে। প্রতিবারই চুরি হওয়ার পর ৫০% টাকা জমা দিয়ে ট্রান্সফরমার লাগাতে হয়। এতে আমাদেরকে চরম ভুক্তভোগী হতে হয়। ট্রান্সফরমার চুরি হওয়ার পর বিদ্যুতের কর্মকর্তাদের কে জানানো হলেও কর্তৃপক্ষের নিকট থেকে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার করা সম্ভব হয়নি এবং কোন চোর শনাক্ত করতে পারেনি পল্লী বিদ্যুৎ। যার ফলে পল্লী বিদ্যুৎ গ্রাহকগন চরম ভোক্তভোগি হচ্ছেন।
পল্লী বিদ্যুতের চুনারুঘাট উপজেলা ডিজিএম সাহেবের নিকট জানতে চাইলে তিনি বলেন, ট্রান্সফরমার চুরি হয়েছে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোন জিডি করা হয়নি। তদুপরি অতি শীঘ্রই আমরা ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় জিডি করব।
পরবর্তীতে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের নিকট জানতে চাইলে তিনি বলেন, যদি ট্রান্সফরমার চুরি হয় তাহলে ৫০% টাকা অফিসে জমা দিলে বাকি ৫০% বিদ্যুৎ বিভাগ ভর্তুকি দিয়ে ট্রান্সফরমার লাগিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন আমি বিগত মাসিক সমন্বয় সভায় হবিগঞ্জ পুলিশ সুপার সাহেবকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছি। বিদ্যুতের ট্রান্সফর্মার চোরদের সনাক্ত করে মালামাল উদ্ধার করতে। হবিগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিশীঘ্রই চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। বর্তমানে নতুন করে কোনো চোর সনাক্ত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয় হবে।
দ.ক.সিআর.২৪