আবিদ হাসান, জকিগঞ্জ◾
আধুনিক যুগে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য ইংরেজি ভাষার উপর দক্ষতার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে দেশ-বিদেশে ভালো ক্যারিয়ার গড়তে ইংরেজি হতে পারে যোগ্যতার অন্যতম মাফকাঠি।
গতকাল রবিবার ২৪ নভেম্বর জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে Luminous Educare কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব ফেরদাউস আলম। প্রধান অতিথি হিসেবে ছিলেন গঙ্গাজল সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবুল কালাম আজাদ।
বিশিষ অতিথি হিসেবে ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবিদ হাসান।
অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রশ্ন উত্তরদাতা ২জন বিজয়ীর হাতে Luminous Educare এর পরিচালক ইমরান আহমেদ চৌধুরীর পক্ষ থেকে বই পুরস্কার দিয়ে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করেন।
Luminous Educare এ ভর্তির জন্য যোগাযোগের Whatsapp number: 01776-490540
দ.ক.বিজ্ঞাপন