সারোয়ার আল হাসান এর লেখা ছাব্বিশ তম কবিতা: বৃক্ষ
" বৃক্ষ "
বৃক্ষ মানুষের বন্দু অক্সিজেন করে দান,
মানুষের নির্গত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে রক্ষা করে প্রান।
বৃক্ষের ছায়াতল যেন মায়ের আচঁল,
ফুলের গন্ধে সুবাসিত করে দান করে ফল।
বৃক্ষ প্রভুর সৃষ্টি খুদরতের ফসল,
মানবের তৃপ্তি মেটায় ফলজ বৃক্ষের সুমিষ্ট জল।
বৃক্ষ বৃষ্টির পানি শোষণ করে রক্ষা করে মাটি,
সবুজ বৃক্ষরাজী ধরার সৌন্দর্য বাড়ায় করে পরিপাটি।
বৃক্ষ মানুষের বন্ধু পৃথিবীর প্রাণ,
মানুষের জীবন রক্ষায় দান করে ঔষধ খাদ্য বস্ত্র বাসস্থান।
বৃক্ষ প্রকৃতির বন্ধু লাখ পাখির ঘর,
গাছ রক্ষা করে মানুষের নিবাস উঠলে তুফান ঝড়।
আসুন বৃক্ষ নিধন বন্ধ করি পৃথিবী ও আগামীর জন্য,
বৃক্ষ রোপন করে প্রকৃতি বাচাঁই নিজে হই ধন্য।
দ.ক.সিআর.২৪