এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট◾
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ধানি জমিতে জ্বালানি নাশক বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করায় অভিযুক্তদের আটক করেছে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
বৃহস্পতিবার (১৪ নবেম্বর) দুপুরে অভিযুক্তদের গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার সত্যতা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
উল্লেখ্য, উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের তাউসি মৌজার প্রায় দেড় একর ধানি ফসলি জমিতে বিষাক্ত স্প্রে প্রয়োগের ঘটনাটি ঘটেছে।
বিষয়টি স্থানীয় ভাবে জনপ্রতিনিধি ও মুরুব্বিদের মাধ্যমে সমোঝোতা না হওয়ায় ফসলি জমির মালিক আকল মিয়া থানায় মামলা দায়ের করেন।এর পেক্ষিতে থানা পুলিশের অভিযানে আসামীদের আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর সাথে যোগাযোগ হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দ.ক.সিআর.২৪