প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৩:৪০ পি.এম
হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় যুব দিবস পালিত
➖
এফ এম খন্দকার মায়া◾
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩রা নবেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব কর্মকর্তা পেয়ার হোসেনের সভাপতিত্ত্বে ও যুব সংগঠক ফয়সল আহমেদ তুষার মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী যুব কর্মকর্তা আলাউল কবির।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" স্লোগান নিয়ে এবার ১লা নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার যুব সংগঠক ও উদ্যোক্তাগণ অংশগ্রহন করেন। এবং আগামীর যুবদের কর্মক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময়ে যুব সংগঠকসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
দ.ক.সিআর.২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত