➖
আসসালামু আলাইকুম,
আজ শনিবার ২ নভেম্বর রাণীর কোট সরকার বাড়ির মুজিবুর রহমান জলফু মিয়া পীর সাহেব হুজুরের বার্ষিক উরস মোবারক।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বহু গ্রন্থ প্রণেতা, আশিকে রাসুলুল্লাহ সাঃ তথা বৃহত্তর সিলেটের মহাপুরুষ পীরে কামেল হযরতুল আল্লামা শাহ সুফি মোহাম্মদ মুজিবুর রহমান প্রকাশ (জলফু মিয়া (রহঃ) এর ৭ম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে উনার নিজ প্রতিষ্ঠিত মোহাম্মদীয়া দরবার শরীফে মিলাদে মুস্তাফার আয়োজন করা হয়েছে।
স্থানঃ মাজার শরীফ প্রাঙ্গণ, রানীরকোট সরকার বাড়ি, চুনারুঘাট, হবিগঞ্জ
তারিখঃ ২ নভেম্বর ২০২৪ খ্রি: ১৭ কার্তিক ১৪৩১ বাংলা, রোজঃ শনিবার, সময়: বাদ আসর হইতে রাত্র ১২ ঘটিকা পর্যন্ত।
উক্ত ফয়জিয়াত মাহফিলে যোগদান করে দু'জাহানের অশেষ ছওয়াব হাসিল করার দাওয়াত রইলো।
দাওয়াতক্রমে
হাফেজ ক্বারী মাওলানা মোঃ আব্দুল আজিজ (আরিফ ) হুজুর কেবলা। গদ্দিনশীন পীর সাহেব, অত্র দরবার শরীফ।
দ.ক.সিআর.২৪