➖
চুনারুঘাট প্রতিনিধি◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড রোডস্থ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে ওই মার্কেটের মুদি দোকান, টং দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান ও একটি ওয়ার্কসপ সহ মোট ৮টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
অগ্নিকান্ডটি গভীর রাতে সৃষ্টি হওয়ায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম পৌছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় অধিকাংশ। এর মধ্যে কেউ কেউ মালামাল সরানোর চেষ্টা করেছেন। আবার আগুনে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
সোমবার (২১ অক্টোবর) রাত ৪টার দিকে আগুনের খবর পায় স্থানীয় চা বাগানের লোকজন। এরপর চুনারুঘাট ফায়ার সার্ভিসের একদল দমকলকর্মী গাড়ি নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ কবির হোসেন বলেন, সোমবার রাত ৪টায় তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এখনো।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান জনাব রুমন ফরাজী সাহেবের বড় ভাই মো: মুজিবুর রহমান স্বপন ফরাজী। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সূদৃষ্টি প্রত্যাশা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নিপেন মেম্বার, সুমন উরাং, মহিলা মেম্বার রুমা উরাং ও পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ অনেকেই।
উল্লেখ্য যে, ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান জনাব রুমন ফরাজী পারিবারিক কাজে এলাকার বাহিরে থাকলেও উনার নির্দেশনায় ক্ষতিগ্রস্থদের পাশে পরিবারসহ পরিষদের অনেকেই নিয়োজিত আছেন। তিনিও সার্বক্ষনিক ব্যবসায়িদের সাথে ফোনে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এমনকি ইউএনও, পিআইও ও ওসি সাহেবদেরকে তিনি দূর্ঘটনার বিষয়টি অবগত করলে উনারাও ইতিমধ্যে দূর্ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
দ.ক.সিআর.২৪