চুনারুঘাট প্রতিনিধি◾
মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে চুনারুঘাট বাজারে মারধরের ঘটনায় থানায় এক ব্যক্তির অভিযোগ।
গত ২১ সেপ্টেম্বর উপজেলার ছনখলা গ্রামের মোঃ ফুল মিয়া বাদী হয়ে উক্ত ঘটনায় চুনারুঘাট থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের মোঃ নুর মিয়ার পুত্র মোঃ ফুল মিয়া সিলেট যাওয়ার উদ্দ্যেশে চুনারুঘাট সদরে অবস্থান করছিলেন। হঠাৎ মোবাইল ফোনে কল করে তার অবস্থান জেনে নিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ড ধলাইপাড়ের বাসিন্দা বাদল মিয়ার পুত্র আল রাজি অনিক ও সঙ্গীয় আরও ৩/৪ জন এসে তাকে মারধর করে তার সঙ্গে থাকা ৪০ হাজার ৭শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি চুনারুঘাট পৌরসভার হরমুজ আলীর ফার্নিচারের দোকানের সম্মুখে ঘটে। তখন রক্তাক্ত অবস্থায় ফুল মিয়াকে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ৪ দিন চিকিৎসা নিয়ে ফুল মিয়া বাড়ি ফিরলেও এখন পর্যন্ত অভিযোক্তদের প্রতি পুলিশ কোন ব্যবস্থা নেইনি বলে জানিয়েছেন ভোক্তভোগী ফুল মিয়া।
তাছাড়া অভিযুক্তরা সাধারণ সালিশে চিহ্নিত হওয়া স্বত্বেও তার টাকা এবং মোবাইল ফেরত দেয়নি এখন পর্যন্ত।
দ.ক.সিআর-২৪