✍️
সম্পাদকীয়◾
সব নতুনেরই একটা নতুনত্ব থাকে। থাকে একটা আলাদা স্বাদ। সে স্বাদ যদি উপদেয় এবং স্বাস্থ্যকর হয়, তবে তা জনগণ গ্রহণ করতে দ্বিধা করে না।
পত্রিকা মানুষের মনের খাদ্য। অক্ষর জ্ঞানসম্পন্ন মানুষের চিন্তার খোরাক। মানুষ যা চিন্তা করে, চারপাশে যা দেখে; যেসব প্রশ্ন মনে উদয় হয়- সেসব প্রশ্নের জবাব সহজ-সরল ভাষায় যে পত্রিকা দিতে পারে, যে পত্রিকা সুন্দরভাবে পাঠকের সামনে তা উপস্থাপন করতে পারে- সে পত্রিকা পাঠক মহলে গ্রহণযোগ্যতা পাবেই পাবে। এর জন্য পত্রিকাটির তৃতীয় নয়ন থাকতে হয়। থাকতে হয় একটি দার্শনিক মন বা দৃষ্টিভঙ্গি। যে চোখ বা যে মন অতীত দেখার যোগ্যতা রাখে; রাখে বর্তমানের সব খুঁটিনাটি বিষয়-আশয় দেখার একটা পরিপূর্ণ যোগ্যতা। যে দৃষ্টিভঙ্গির রাখতে হবে একটি মার্জিত-পরিশীলিত মানবজাতি গড়ে তোলার পরিকল্পনা বা একটা সুন্দর স্বপ্ন।
যে পত্রিকা পাঠকের বা জনগণের প্রত্যাশা পূরণ করে বা করতে পারে, সে পত্রিকা পাঠক মহলে সমাদৃত হবেই হবে। এর ব্যতিক্রম হলে যতই পয়সা খরচ করুক, যতই হাঁক-ডাক দিক- কাজের কাজ কিছুই হবে না। ধুঁকতে ধুঁকতে আঁস্থাকুড়ে হয় তার ঠিকানা।
আসাদ ঠাকুর
কবি, লেখক ও সাংবাদিক
ক_
সিআর—২৪