প্রতিবেদক
তারেক মিয়া তালুকদার সুজন,
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি◾
যারা ইউনাইটেড আরব আমিরাত আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আপাতত কোন দালাল চাটুকারের প্ররোচনায় ভিসার জন্য পাসপোর্ট কপি, অর্থ লেনদেন থেকে বিরত থাকুন। আরব আমিরাতে বাংলাদেশের সকল প্রকার ভিসা বন্ধ আছে।
যারা বর্তমানে প্রবাসে আছে তারাও এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্র্যান্সপার করে ভিসা লাগাতে পারছেন না। এককথায় সব ধরনের ভিসা বন্ধ।
আগামী সেপ্টেম্বর থেকে দুই মাস ইউনাইটেড আরব আমিরাতের সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, যাদের ভিসা নাই, জরিমানা হয়ে আছে তাদের জন্য। এই দুই মাসের মধ্যে ভিসা লাগাতে পারবে এবং যাদের ভিসা নাই তারা আউট পাশ নিয়ে বৈধভাবে দেশে যেতে পারবে।
সাধারণ ক্ষমা ঘোষণার পর ভিসা দেওয়ার নাম করে কতিপয় কিছু দালাল দেশের যুবকদের টার্গেট করে টাকা হাতিয়ে নিচ্ছে।
নতুন ভিসা দিবে কিনা আরব আমিরাতের সরকারের পক্ষ হতে এখনো কোন ঘোষণা আসেনি। তাই কোন দালালের খপ্পরে পরবেন না।
কে/সিআর/২৪