স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী চলছে প্রচন্ড তাপদাহ। এর মধ্যে হবিগঞ্জ জেলাজুড়ে ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুত অফিস থেকে শিডিউল দেয়া হলেও তারাই মানছে না নিয়ম।
৪৫ মিনিট পর পর ঘণ্টা দেড়েকের জন্য নেয়া হচ্ছে বিদ্যুত। এতে চরম বিপাকে পড়েছে জনগন। সব সময়ই নেয়া হচ্ছে বিদ্যুত।
গরমে অতিষ্ঠ হয়ে বিদ্যুত অফিসে এলাকাবাসী একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও কেউ রিসিভ করে না। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিচ্ছে। গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত জরিপ করে দেখা গেছে একাধিকবার লোডশেডিং করা হয়। সরকারি ছুটির দিন থাকায় অফিস আদালতে কাজ না থাকলেও বাসা-বাড়ির সাধারণ মানুষ গৃহস্থালির কাজসহ প্রয়োজনীয় কাজ সারতে মারাত্মক অসুবিধায় পড়েছেন। এ ছাড়া বয়স্ক ও শিশুদের অবস্থা গরমে আরও করুন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। এ বিষয়ে পিডিবির সহকারি প্রকৌশলী রকিবুল হাসান জানান, লোডশেডিংয়ের কোনো সময় নাই, যখনই বোল্ডেজ জিরো হয়ে যায় তখনই লোডশেডিং দেয়া হয়।
কে/সিআর/২৪