নাজমুল রনি, চট্রগ্রামঃ স্বৈরাচার যখন নির্যাতনের বিষাক্ত তীর ছোড়ে, আর সাধারণ ছাত্র জনতার রক্ত ধারা বয়ে যায়, তখন যারা নীরব থাকে, তারা কীভাবে নিজেদেরকে বিবেকবান দাবি করতে পারে? ইতিহাস সাক্ষী, যে সময়ে অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে না, সে সময়ই অন্যায়ের মূল আরও গভীরে প্রোথিত হয়।
শাকিব আল হাসানকে জাতীয় দলে রাখার সিদ্ধান্ত জাতির প্রতি একধরনের তামাশা ছাড়া আর কিছুই নয়। নিশিরাতের এক এমপি কীভাবে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে? একজন জনপ্রিয় খেলোয়াড় হওয়া সত্ত্বেও, তার রাজনীতির ভূমিকা আজকের পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ।
জাতীয় দলে এমন একজনকে রাখার মাধ্যমে, আমাদের মূল্যবোধে আঘাত করা হয়েছে। এভাবে নীতি-নৈতিকতাকে উপেক্ষা করা জাতির জন্য ক্ষতিকর। সময় এসেছে সত্যের পক্ষে দাঁড়ানোর, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার।
আসুন, আমরা একসাথে ন্যায়বিচারের দাবিতে আওয়াজ তুলি!
নাজমুল রনি
কালনেত্র ওয়েব সাইট ডেভলাপার
কে/সিআর/২৪