চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির বিএনপি নেতা জিএম কুটি এলাকার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় এক আলোচনা সভার আয়োজন করেন।
অদ্য বিকাল ৫ ঘটিকায় শুকদেবপুর তেমুনিয়া বাজারের উক্ত আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বসাধারণগণ উপস্থিত ছিলেন।
জনাব জিএম কুটি দেশের চলমান পরিস্থিতে সবাইকে সচেতন থাকার এবং প্রতিবেশী হিন্দুসম্প্রদায়ের বাড়িঘর ও জানমালের নিরাপত্তার প্রতি সুদৃষ্টি রাখার বিশেষ অনুরোধ করেন।
উক্ত আলোচনা সভায়- জনাব জিএম কুটি হাসিনা সরকারের দানবিয় শাসন থেকে দেশ ও দেশের জনগণ মুক্ত হওয়ার আনন্দে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
পরিশেষে তিনি শুকদেবপুরের পার্শ্ববর্তি গ্রাম গোছাপাড়ার পাল বাড়িতে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রত্যেকটি হিন্দু পরিবারের লোকদের সাথে দেখা করেন এবং সার্বিকভাবে পাশে আছেন বলে তাদের ভরসা দেন তিনি।
আলোচনা সভা শেষে তিনি হিন্দু বাড়িঘরগুলোর নিরাপত্তায় রাতে একটি পাহারাদার টিম নিযুক্ত করেন। যার সকল ব্যয়ভার তিনি বহন করিবেন বলে আশ্বস্থ করেন।
কে/সিআর/২৪