৬ই আষাঢ়
১৪৩১ বাংলা সফল হোক—
মোহাম্মদ শাহীনঃ ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার পূর্ণতাদানকারী ঈমামুল আউলিয়া, খাতেমুল আউলিয়া, আওলাদে রাসূল (সাঃ), ইউছুফে ছানী, জামালে মোস্তাফা, নূরে রহমান, জ্বালওয়ায়ে নূর, হযরত কেবলার নয়ন মনি হযরত মাওলানা শাহ্সূফী আস্-সৈয়দ গোলামুর রহমান
(বাবা ভাণ্ডারী) আল্ হাসানী-ওয়াল হোসাইনী আল্ মাইজভাণ্ডারী (কঃ)'র মেঝো শাহ্জাদা ও জানাজা শরীফের ঈমাম, আওলাদে রাসুল, আওলাদে গাউসুল আজম, গাউছে জামান, ঈমামে আজম, হযরত শাহ্সূফী মাওলানা আস্-সৈয়দ আবুল বশর আল্ হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (কঃ)'র কনিষ্ঠ শাহ্জাদা ত্বরিকায়ে রহমানিয়া মুজাদ্দেদীয়া ভাণ্ডারীয়ার পূর্ণতাদানকারী নবীরায়ে গাউসুল আজম হযরতুলহাজ্ব শাহ্সূফী মাওলানা আস্-সৈয়দ আনিস উদ্দিন আহমদ আল্ হাসানী ওয়াল হোসাইন আল্- মাইজভাণ্ডারী (কঃ)'র পবিত্র ওরশ শরীফ আগামী ৬ই আষাঢ় ১৪৩১ বাংলা ২০শে জুন ২০২৪ ইংরেজি রোজঃ বৃহস্পতিবার মাইজভান্ডার দরবার শরীফে মহা সমারোহে অনুষ্ঠিত হবে।
এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আমন্ত্রিত।
আমন্ত্রণে- মোহাম্মদ শাহিন, প্রকাশক, দৈনিক কালনেত্র
কে সিআর/২৪